ডাকাত
আহাদ আলী মোল্লা
ডাকাত যাদের বুদ্ধি ভীষণ
অল্প খেটে কামাই বেশি,
রোডে ঘাটে হঠাত করেই
গোলা বারুদ নামায় বেশি।
এমন করেই লুট ডাকাতি
করে করেই সেরা খায়,
কিন্তু কপাল খারাপ হলেই
আজগুবি ঠিক ধরা খায়।
সেদিন তাদের হাঁটু চটে
পুলিশ ধরে পেটায় খালি,
তার পরে হয় জেলের খোরাক
শাস্তি তো নয় এটাই খালি।
তেমনি দশা এই ডাকাতের
এখন বেটা লাল দালানে,
স্বাদের খাওয়া খেয়ে দেখো
মাগনা আছে চাল দালানে।
সূত্র: (ডিবি পুলিশের গাড়ি থামাতে গিয়ে একজন অস্ত্রসহ আটক)
০৯.০৮.২০১৭