ইবিতে শিবির সন্দেহে ৩ শিক্ষার্থীকে মারধরইবিতে শিবির সন্দেহে ৩ শিক্ষার্থীকে মারধর

 

 

ইবি প্রতিনিধি: শিবির সন্দেহে কুষ্টিয়ার ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) তিন শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগের কর্মীরা। মারধরের শিকার শিক্ষার্থীরা হলেন- আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মাজেদুল ইসলাম, আল ফিকহ বিভাগের মাস্টার্সের ছাত্র মামুন বিল্লাহ ও একই বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র মোস্তফা খালিদ।  প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটে ছাত্রলীগ কর্মীর ওপর হামলার প্রতিবাদে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল বের করে ইসলামী বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগ। মিছিলে অংশগ্রহণ করে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্র মাজেদুল ইসলাম। মিছিল শেষে শিবির সন্দেহে তাকে মারধর করে ছাত্রলীগকর্মীরা। দুপুর পৌনে দুইটার দিকে মামুন বিল্লাহ আরেক শিক্ষার্থী মারধরের শিকার হয়। এতে আহত হলে প্রথমে তাকে বিশ^বিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পাঠানো হয় এবং পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল তিনটার দিকে জিয়াউর রহমান হল থেকে শিবির সন্দেহে মোস্তফা খালিদ নামে এক শিক্ষার্থীকে মারধর করে হল থেকে বের করে দেয় ছাত্রলীগ। সে আল ফিকহ বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র। এ বিষয়ে বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন বলেন, যারা মারধরের শিকার হয়েছে প্রত্যেকেই শিবিরের রাজনীতির সাথে জড়িত। শিবিরের রাজনীতির নামে কেউ ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে ছাত্রলীগ তা প্রতিহত করবে। প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, আমি ক্যাম্পাসে ছিলাম না। তবে কয়েকজন ছাত্র মারধরের শিকার হয়েছে বলে শুনেছি। তাদের বিরুদ্ধে ফেসবুকে রাষ্ট্রদ্রোহিতামূলক মন্তব্য করার অভিযোগ রয়েছে। ক্যাম্পাসে ফিরে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।