চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাক নির্বাচনি পরীক্ষার ফলাফল উপলক্ষে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে সভাপতিত্ব করেন ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জল। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। প্রধান আলোচক ছিলেন পুলিশ সুপার নিজাম উদ্দিন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা অনুষ্ঠানে অংশ নেন।
সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক তপন কুমার দাশ। সিনিয়র সহকারী শিক্ষিকা ফেরদৌস আরা, শফিকুন নাহার, সিনিয়র সহকারী শিক্ষক হাফিজুর রহমান, আবদুস সামাদসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। ছাত্রদের মধ্যে দশম শ্রেণির ছাত্র সাইফ সামিউল্লাহ ও হাসানুজ্জামান বক্তব্য রাখে। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন রেফাউল হক ও নাসরিন কবির রুবি। বক্তব্যে প্রধান অতিথি বলেন, প্রকৃত মানুষ হয়ে গড়ে ওঠার প্রধান সোপান হলো শিক্ষাজীবন। এ জীবনে যে যতো পরিশ্রম করবে, সে ততো লাভবান হবে। তবে, একবার হঁচট খেয়ে পড়ে গিয়ে পরাজয় মেনে নিলে হবে না। অধ্যাবসায়ের মাধ্যমে বারবার চেষ্টা করলে কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছুনো সম্ভব। এক্ষেত্রে অভিভাবকদেরও তাদের সন্তানদের প্রতি যত্নবান হতে হবে। তাদের চলাফেরা পর্যবেক্ষণ করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।