বেগমপুর প্রতিনিধি: ঝিনাইদহ র্যাব-৬ চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়া ফার্মপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত দু নারী মাদকব্যবসায়ী রাশিদা ও বোন রহিমাকে ফেনসিডিল ও নগদ টাকাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃদরে বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক মালামালসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে।
ঝিনাইদহ র্যাব-৬ কোম্পানি কমা-ার মেজর মনির আহমেদ ও স্কোয়াড কমা-ার এএসপি গোলাম মোর্শেদের নেতৃত্বে র্যাবের একটি চৌকশ দল গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে মাদকবিরোধী অভিযান চালান চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়ার ফার্মপাড়ায়। এ সময় র্যাব এলাকার চিহ্নিত মাদককারবারী রবিউল ইসলামের স্ত্রী রাশিদা বেগম (৫০) ও আব্দুর রহমানের স্ত্রী রহিমা বেগমকে (৫৩) বাড়ি থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের তথ্য মতে র্যাব হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ ও ঘর তল্লাশী করে ৫৫ বোতল ফেনসিডিল, নগদ ৪০ হাজার টাকা ও ২টি মোবাইলফোন উদ্ধার করে। এ ঘটনায় র্যাব গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক মালামালসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে। এদিকে এলাকাবসী জানান, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদককারবারী। প্রকাশ্যে মাদক বিকিকিনি করলেও ভয়ে কেই মুখ খুলতে সাহস পায় না। কেউ কিছু বলতে গেলে তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে থাকে। শুধু জনগণই না পুলিশকেউ ভয়ের মধ্যে রেখেছে। কারণ ইতোপূর্বে পুলিশকে ফাঁসিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। যখনই প্রশাসন তাদেরকে গ্রেফতার করে তখন প্রকাশ্যে দম্ভক্তি করে বলে সবকিছু টাকায় হয়। যাব আর আসবো। তাদের বিরুদ্ধে কতোগুলো মাদকের মামলা আছে নথিপত্র না দেখে বলা মুশকিল। র্যাব-৬ কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ বলেন, মাদকের সাথে কোনো আপোস নয়। কারণ মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে যুবসমাজ। যারা মাদকের সাথে জড়িত তারা দেশ ও জাতির শত্রু। পরিবার ও সমাজকে মাদকমুক্ত করতে হলে সবাইকে এগিয়ে এসে সহযোগিতা করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।