দেশের টুকিটাকি

ঢাবির প্রস্তাবিত ভিসি প্যানেল স্থগিত

স্টাফ রিপোর্টা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নির্বাচনের জন্য প্রস্তাবিত ৩ সদস্যের প্যানেল স্থগিত ঘোষণা করেছেন সর্বোচ্চ আদালত। একই সাথে আগামী ৪ সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির আদেশ দিয়েছেন আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভায় ভাইস চ্যান্সেলর (ভিসি) পদের জন্য তিন জনের নাম প্রস্তাব করে সিনেট। এরা হলেন- বর্তমান ভিসি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, অধ্যাপক কামাল উদ্দিন, অধ্যাপক মো. আবদুল আজিজ। এর আগে ২৩ জুলাই ঢাবির রেজিস্টার গ্র্যাজুয়েট ১৫ জন শিক্ষকের এক রিট আবেদন শুনানি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য ডাকা সিনেটের বিশেষ সভা স্থগিত ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করেছিলেন হাইকোর্ট। পরবর্তীতে এক আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত শনিবারে ডাকা সিনেটের বিশেষ সভা করতে বাধা নেই বলে আদেশ দেন।

রাবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগ বহালের সুপারিশ : ভর্তি আবেদন আগামী ১০ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ বহাল করার জন্য ভর্তি পরীক্ষা কমিটিকে সুপারিশ করেছে ভর্তি পরীক্ষা উপকমিটি। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের প্রশাসক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ২২ থেকে ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলে চলতি বছর উচ্চ মাধ্যমিক পাশ করা শিক্ষার্থীদের সাথে গত বছর পাশকৃত শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পেতে যাচ্ছে। তবে এক্ষেত্রে উপ-কমিটির সুপারিশ ভর্তি পরীক্ষার মূল কমিটিতে অনুমোদন হতে হবে।
গত শিক্ষাবর্ষে (২০১৬-১৭) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শুধুমাত্র ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক পাশ করা শিক্ষার্থীদের অংশ নেয়ার সুযোগ দেয়া হয়। এর আগে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ ছিলো।
এদিকে চলতি শিক্ষাবর্ষে ভর্তি আবেদন অনলাইনে শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর। চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া গত বছরের চেয়ে এ বছর ভর্তি আবেদন যোগ্যতাও বাড়ানো হয়েছে।