দর্শনা অফিস: ২০১৭-১৮ অর্থবছরে দর্শনা পৌরসভার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সাড়ে ২২ কোটি টাকা প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে দর্শনা পৌরসভা হলরুমে অনুষ্ঠিত বাজেট সভার সভাপতিত্ব করেন পৌর মেয়র মতিয়ার রহমান। দর্শনার উন্নয়ন ও বাজেটের ওপর আলোচনা করেন- চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ আজিজুর রহমান, সৈয়দ মজনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, কবি আবু সুফিয়ান, মোজাহারুল ইসলাম, আমির হোসেন, আশরাফুল আলম উলুম, মুকুল মিয়াজি, আজিজুল হক, আ. মোমিন, আলী কদর, হাজি মাও. নুরুল ইসলাম, নাসির উদ্দিন, হুমায়ুন কবির, এরশাদ আলী, শিক্ষক নেতা হারুন অর রশিদ জুয়েল ও আরতি হালসনা। উপস্থিত ছিলেন- দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন, রেজাউল ইসলাম, জাহানারা খাতুন, কাউন্সিলরদের মধ্যে আম্বিয়া খাতুন, সুরাতন নেছা, হাসান খালেকুজ্জামান, সাহেকুল আলম অপু, মনির সরদার, নজরুল ইসলাম, কানচু মাতবর, চান্দু মাস্টার, মঈনুদ্দিন আহম্মেদ মন্টু, পৌর কর্মকর্তা রুহুল আমীন, শাহআলম ও হারুন অর রশিদ। ২১ কোটি ৩১ লাখ ৭৯ হাজার ৮ টাকা ৮৪ পয়সার প্রস্তাবিত বাজেট পেশ করেন পৌর হিসাবরক্ষক রুমি আলম পলাশ।