স্টাফ রিপোর্টার: শোকের মাস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি দিয়েছেন। তার অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ের সামনে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করে। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
অনুষ্ঠানে শোকের মাসে কালো পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. তালিম ও দলীয় পতাকা অর্ধনমিত করেন জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি শাহাবুল হোসেন, সাবেক সিনিয়র সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্তির, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, সাবেক ক্রিড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রিমন হোসেন, সাবেক সহসম্পাদক বাপ্পি, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশিক ইকবাল স্বপন, যুবলীগ নেতা বিশিষ্ট ঠিকাদার পাভেল জোয়ার্দ্দার, যুবলীগ নেতা সাঈদ প্রমুখ।
আলমডাঙ্গায় ছাত্রলীগের আগস্ট মাস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগের শোকাবহ আগস্ট মাসের কর্মসূচির অংশ হিসেবে শোকাবহ আগস্ট পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে ১২ টা ১ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন ও শপথ গ্রহণ এবং সকাল ৬টায় দলীয় কার্যালায়ে দলীয় পতাকা অর্ধনমিত কালো পতাকা উত্তোলত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলাল আহমেদ, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সম্পাদক নাহিদ হাসান তমাল, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, যুবলীগ নেতা সাইফুর রহমান পিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা ইছানুর কবীর, আসাদুজ্জামান রুবেল, রকি, সজিব, টিটন, কাজল, সজিব, অটাল, রনি, সৈকত, অভি, দিগন্ত, ঠাণ্ড, বিপুল, অন্তর, মাহিন, শরিফুল, ননি, বাধন, প্রিন্স, কালিদাসপুর ইউপি ছাত্রলীগের যুগ্মসম্পাদক মামুন, সাংগঠনিক সম্পাদক করিম, এনামুল প্রমুখ।