মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলায় সার্বিক উন্নয়নের ধারাকে গতিশীল রাখতে মুজিবনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে মেহেরপুর জেলা পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য শাহিন উদ্দীন। গতকাল মঙ্গলবার দুপুরে মুজিবনগর সূর্যউদয় রেস্টহাউজে তিনি তার বক্তব্যে উন্নয়নের সহয়োগিতার কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য ওয়াজেদ আলী খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সফি, সহসভাপতি রেজাউল করিম, হাসান মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সোহাগ মণ্ডল, দফতর সম্পাদক শাকিল রেজাসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।