মুজিবনগর প্রতিনিধি: আগামী ৫ আগস্ট জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেন সফল করতে অ্যাডভোকেসিসভা করেছে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন, ডা. সাইফুর রহমান, উপজেলা আনছার ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) ফেরদোসী আরা, এনজিও কর্মী ইউনুস আলী প্রমুখ।
স্বাস্থ্যকর্মী, এনজিও কর্মী, শিক্ষক, সরকারী কর্মকর্তা ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করে যার যার অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। রাতকানা রোগ প্রতিরোধসহ শিশুর মানসিক ও শারীরিক বিকাশে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাসপুল খাওয়ানোর আহ্বান জানান ডা. আনোয়ারুল ইসলাম।