দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কোষাঘাটায় একই দিনে আধাণ্টার ব্যবধানে আপন দু ভাইয়ের মত্যুর ঘটনা ঘটেছে। দু ভাইয়ের মধ্যে ইয়াছদ্দিন (৬৫) গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে এবং মিয়াজান (৬৭) বেলা সাড়ে ১১ টায় নিজ বাড়িতেই মারা যান।
জানা গেছে, দামুড়হুদা কোষাঘাটা গ্রামের মৃত খোকাই ম-লের ৪ ছেলের মধ্যে বড় ছেলে নবীছদ্দিন প্রায় ২০-২৫ বছর আগে মারা যান। মেজো ছেলে মিয়াজান প্রায় ১০ দিন যাবত বিভিন্ন রোগে এবং সেজ ছেলে ইয়াছদ্দিন গত এক সপ্তহ ধরে অ্যাজমা রোগে ভুগছিলেন। গতকাল মঙ্গলবার আধাঘণ্টার ব্যবধানেই দুজনই মারা যান। বাদ আছর জানাজার নামাজ শেষে নিহত দু ভাইকে পাশাপাশি নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। মিয়াজান ৬ ছেলে ও ৩ মেয়ে এবং ইয়াছদ্দিন ৪ ছেলে ও ২ মেয়ের জনক ছিলেন। তাদের মৃত্যুতে পরিবারের নেমে এসেছে শোকের মাতম। এদিকে একই দিনে আধাঘণ্টার ব্যবধানে দু ভাইয়ের মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে নিহতদের লাশ দেখতে উৎসুক জনতার ভিড় জমে কোষাঘাটা গ্রামে। দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টনসহ অকেকে জানাজায় অংশ নেন।