ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের পুলিশ গতকাল মঙ্গলবার দুপুর ১ টায় ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কে অভিযান চালিয়ে একটি ইজিবাইক থেকে ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। পুলিশ ক্যাম্পের ইনচার্চ আবুল কাশেম এবং এ এস আই সাব্বির হোসেন এই অভিযান পরিচালনা করেন। ক্যাম্প ইনচার্চ এস আই আবুল কাশেম জানান, ডাকবাংলা বাজার ঝিনাইদহ Ñচুয়াডাঙ্গা মহাসড়কে অভিযান চালিয়ে ৩৪ বোতল ফেনসিডিল সহ তুহিন (২২) নামের এক ব্যাক্তিকে আটক করে চালান করা হয়েছে। তার পিতার নাম ইউনুচ আলী সাং মাধবপুর,কলাবাগান টেলির বস্তি। তিনি আরো জানান মাদক বিরোধী অভিযান নিয়োমিত অব্যহত থাকবে।