হরিণাকুণ্ডু প্রতিনিধি: ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে হরিণাকুণ্ডুতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে দুপুর ১২টায় উপজেলা পরিষদ সংলগ্ন দোয়েল চত্বরে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনকালে উপজেলা মোড়ের ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন পেশা শ্রেণির মানুষ এলাকাবাসীর এই প্রাণের দাবির প্রতি সমর্থন ব্যক্ত করেন।মানব বন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের নিকট রেল লাইন স্থাপনে দাবি সংবলিত একটি স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে ঝিনাইদহে রেললাইন স্থাপনের যৌক্তিতা তুলে ধরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মশিউর রহমান জোয়ার্দ্দার, অধ্যক্ষ মোক্তার আলী, কাউন্সিলর ফারুখ হোসেনসহ সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। স্মারকলিপি গ্রহণকালে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন রেললাইন স্থাপনের দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।