ঝিনাইদহ প্রতিনিধি: ‘সত্য সুন্দর মঙ্গলের প্রত্যাশায়’ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় উজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রয়াসের আয়োজনে ঘর কণ্যা ও দেশ চেতনার সহযোগিতায় ৫০ অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অসচ্ছল শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগণকে নিয়ে এ অনুষ্ঠান উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রুহুল কুদ্দুস দুদুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন অ্যাড. মনোয়ারুল হক লাল। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব একরামুল হক লিকু, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নির্বাহী পরিষদের সদস্য, জেলা নাট্য সমন্বয় পরিষদ জেলা শাখার সভাপতি ও ঝিনাইদহে অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহিনুর আলম লিটন, প্রয়াসের সভাপতি ক্রীড়া ব্যক্তিত্ব জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক রাশেদুল হক, বিশ্ব সাহিত্য কেন্দ্র’র ইনচার্জ আলমগীর হোসেন ও ইছাহাক আলী। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সাজ্জাদ আহমেদ, ফয়সাল আহমেদ, শেখ রুহুল আমিন, সোহাগ আলী, ইছাহাক আলী, শাহিন চারুদেশ, এমদাদ শুভ্র প্রমুখ। আলোচনাসভা শেষে প্রধান অতিথি অ্যাড. মনোয়ারুল হক লালসহ অতিথিবৃন্দ ৫০ অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ব সাহিত্য কেন্দ্র’র ইনচার্জ আলমগীর হোসেন। অনুষ্ঠানের আলোচনা সভায় দরিদ্র, শিশু-কিশোররা, শিক্ষক, সুশিল সমাজের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মী, উন্নয়নকর্মী, স্থানীয় বাসিন্দা, সাংবাদিকসহ প্রায় ৩শতাধিক বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।