চুয়াডাঙ্গায় ঘুমের ইনজেকশনসহ মিন্টু এবার সাগরেদ মোমিনুলসহ পাকড়াও

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় চুনুরীপাড়ার সেই মিন্টু আবারও পুলিশের হাতে ধরা পড়েছে। এবারও তাকে পুলিশ ধরেছে ঘুমের ইনজেকশনসহ। তাবে মিন্টু এবার একা নয়, তার সাথে ধরা পড়েছে তারই এক সাগরেদ মোমিনুল ইসলাম। দুজনকেই গতকাল আদালতে সোপর্দ করা হলে তাদের জেলহাজাতে প্রেরণের আদেশ দেয়া হয়।

জানা গেছে, দৌলাতদিয়াড় চুনুরীপাড়ার মৃত রমজান আলীর ছেলে মিন্টু মাদকদ্রব্য পাচার ও ভ্রাম্যমানভাবে বিক্রেতা হিসেবে বহুদিনের চিহ্নিত। নেশার জন্য ঘুমের ইনজেকশন পাচার করাসহ বিভিন্ন মাদক দ্রব্যসহ বহুবার ধরাও পড়েছে সে। গ্রেফতার হয়, জেলহাজতে নেয়ার পর কিছুদিনের মাথায় জামিনে মুক্ত হয়ে ফের ফেরে পুরোন অবৈধ পেশায়। পুলিশ বরেছে, মিন্টু ও চুয়াডাঙ্গা পোস্ট অফিসপাড়ার মৃত শেখ ফরিদের ছেলে মোমিনুল ইসলাম মঙ্গলবার সকালে পানের হাট নিচের বাজার এলাকায় ৩০ অ্যাম্পুল ঘুমের ইনজেকশন নিয়ে অবস্থান করছিলো। নেশার জন্য নেশাখোরদের মাঝে বিক্রির জন্য অপেক্ষা করার তথ্য গোপনে পেয়ে শহর ফাঁড়ি পুলিশের ইনচার্জ তথা টিএসআই ওহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মিন্টু ও মোমিনুলকে গ্রেফতার করেন। উদ্ধার করেন তাদের কাছে থাকা ৩০ অ্যাম্পুল ঘুমের ইনজেকশন। গতকালই মামলাসহ সদর থানায় হস্তান্তর করা হয়। পরে সোপদর্দ করা হয় আদালতে।