স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বেগমপুরে ফুটবল খেলা নিয়ে মারামারিতে আপন দু ভাইসহ একই পরিবারের চারজন আহত হয়েছে। আহতরা হলো, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর হাটপাড়ার শরীফ উদ্দিনের ছেলে আব্দিস সামাদ (১৯) তার ছোট ভাই বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র শহীন আলম (১৪), চাচাতো ভাই আসাদুল হকের ছেলে আব্দুল কুদ্দস (২২) এবং চাচা একই এলাকার মৃত রববেল হোসেনের ছেলে কাবিল হোসেন (৩০)। গ্রাম ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শাহীন আলম ও তার বন্ধুরা মিলে প্রিতি ফুটবল ম্যাচ খেলার আয়োজন করে। খেলা শুরু হওয়ার আগ মুহুর্তে বেগমপুর হাটপাড়ার মজনু আলীর ছেলে খমিন ও বারুজ এবং সিমাজের ছেলে শাওন মাঠে প্রবেশ করে বলে আমাদেরকেও খেলায় নিতে হবে না হয় খেলা বন্ধ থাকবে। এ নিয়ে শাহীনের সাথে তাদের বাকবিতণ্ডার এক পর্যায়ে খমিন, বারুজ এবং শাওন আমের ডাল ও বাঁশ দিয়ে শাহীন আলমকে বেধরক পেটাতে থাকে। খবর পেয়ে কাবিল হোসেন, আব্দুল কুদ্দুস ও আব্দুস সামাদ ঘটনাস্থলে ছুটে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। এলাকাবাসী ছুটে এসে পরিস্থিতি শান্ত করে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।