গাংনী প্রতিনিধি: ইজিবাইক ধাওয়া করে ১৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। ইজিবাইক চালক দৌঁড়ে পালিয়ে গেলেও পুলিশ ওই ইজিবাইকটি আটক করেছে। মেহেরপুর গাংনী উপজেলার বাণিজ্যিক রাজধানীখ্যাত বামন্দীতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ অভিযান চালায় বামন্দী পুলিশ ক্যাম্প। তবে পালিয়ে যাওয়া চালক কাবিরুলকে শনাক্ত করে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী পুলিশ অফিসার।
বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মোস্তাক আহম্মেদ জানান, বামন্দী পশুহাট এলাকা দিয়ে ফেনসিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাধারণ মানুষের বেশে পুলিশ সেখানে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পরে ফেনসিডিল বোঝাই একটি ইজিবাইক বামন্দী থেকে বাওট সড়কের দিকে যাচ্ছিলো। পুলিশ সদস্যরা ইজিবাইকটি থামানোর নির্দেশ দেয়। গাড়ির গতি বাড়িয়ে চালক সটকে পড়ার চেষ্টা করে। পালাতে দেখে পুলিশ সদস্যরা চারদিক থেকে ঘিরে ফেলার প্রক্রিয়া শুরু করেন। অবস্থা বেগতিক দেখে ইজিবাইক ফেলে দৌঁড়ে পালিয়ে যায় চালক। ইজিবাইক থেকে ১৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। ইজিবাইক ও ফেনসিডিল জব্দ করে ক্যাম্পে প্রেরণ করে। ফেলে যাওয়া ইজিবাইকের সূত্র ধরেই চালককে শনাক্ত করে পুলিশ। পালিয়ে যাওয়া ওই চালকের নাম কাবিরুল ইসলাম। সে গাংনী উপজেলার বাওট গ্রামের কলিমুদ্দীনের ছেলে। কাবিরুল একজন মাদকব্যবসায়ী বলেও জানায় পুলিশ। এ ব্যাপারে ইজিবাইক চালকের নামে মামলার প্রক্রিয়া চলছে।