আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গাহারদী মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্লাস উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জোহা অ্যাডুকেশন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ইউপি চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুল ইসলাম। ইনস্টিটিউটের অধ্যক্ষ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গর্ভনিং বডির সদস্য কামরুল ইসলাম সদু, ওমর খৈয়াম ও এমএস হুদা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান আনোয়ার হোসেন ও আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জামসিদুল হক মুনি। কম্পিউটার বিভাগের প্রধান তরিকুল ইসলামের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল বিভাগের প্রধান রেহানা পারভীন, ইলেকট্রিক্যাল বিভাগের প্রধান শরিফুল ইসলাম, ম্যাকানিক্যাল বিভাগের প্রধান জাহিদুল হক ও ইলেট্রনিক্স বিভাগের প্রধান স্মৃতি কনা দাস।