মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জের দুটি গ্রামের হামলা চালিয়েছে চোরচক্র। দুইটি বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে গেছে চোর। গত রোববার রাতে এই চুরির ঘটনা ঘটে। লাগাতার চুরি এড়াতে পুলিশ প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
জানা গেছে, আলমডাঙ্গার মুন্সিগঞ্জের গড়গড়ি গ্রামের আকুলের ছেলে মাহাবুল প্রতিদিনের মতো গরুর গোয়ালে খাবার দিয়ে ঘুমাতে যান। ভোররাতে উঠে দেখেন গরুর গোয়ালে গরু নেই। রাতেই কোনো এক চোরচক্র গরু চুরি করে নিয়ে গেছে। গরুর মূল্য ৬০ হাজার টাকা। এছাড়া দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মৃত বজলুর ছেলে সাত্তারের গরু একই কায়দায় চুরি করে নিয়ে যায়। তার গরুর মূল্য ৬৫ হাজার টাকা। অপরদিকে এক কৃষকের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে। কিছুদিন আগে কৃষ্ণপুর ও অঘোরনাথ গ্রামে গরু চুরির ঘটনা ঘটে। লাগাতার চুরি এড়াতে জেলা পুলিশ সুপারের দৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।