স্টাফ রিপোর্টার: শোকের মাস আগস্টকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছে। এর ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ গতরাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আলোকসজ্জা ও শপথ গ্রহণ করেছে। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোকসজ্জা প্রজ্জ্বলন ও শপথ গ্রহণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহাবুল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক শফি উদ্দীন টিটু, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশিক ইকবাল স্বপন, জেলা ছাত্রলীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক রিমন হোসেন, সাবেক সহসম্পাদক বাপ্পি হোসেন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক যুগ্মসম্পাদক মনিরুজ্জামান মনি, পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, সাবেক ছাত্রনেতা রাজু, জেহালা ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট হাটব্যবসায়ী হাসানুজ্জামান হান্নান এবং জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি রুবায়েত বীন আজাদ সুস্থিরসহ জেলা, কলেজ, পৌর ও সদর থানা ছাত্রলীগের নেতাকর্মী। শপথবাক্য পাঠ করান চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক।