মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর ডায়মন্ড ক্লাবের উদ্যোগে আলোচনাসভা শেষে ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে জয়নাল আবেদীন সভাপতি এবং রিপন আলী সাধারণ সম্পাদক ও আবু সাইদ অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল সোমবার বিকেলে এ উপলক্ষে মোমিনপুর ডায়মন্ড ক্লাবে বারাদী ইউনিট আওয়ামী লীগের সভাপতি শামীম ফেদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বারাদী ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, বারাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম লিটন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, শ্রী বিজয় কুমার, শফিকুল ইসলাম, কুদ্দুস প্রমুখ।