মেহেরপুর অফিস: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ওই সভার আয়োজন করে। জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল, স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান, সিভিল সার্জন ডা. জিকেএম সামছুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নফ কবীর, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক প্রমুখ। সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে শোক র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ এবং আলোচনাসভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালনে সিদ্ধান্ত নেয়া হয়।