স্টাফ রিপোর্টার: ‘শিশুর জন্য বেত ছাড়ি, সৃজনশীল বাংলা গড়ি’ স্লোগানে চুয়াডাঙ্গা জেলা শহরের ঝিনুক বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর দেড়টায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে দুপুরের খাবার তুলে দিয়ে মিড ডে মিলের উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। এর আগে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষা ছাড়া কোনো ধরনের উন্নয়ন সম্ভব না। দেশ ও নিজের উন্নতি চাইলে অবশ্যই শিক্ষিত জাতি হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। লেখাপড়া না শিখলে গাড়ি ঘোড়াই চড়া যায় না। বর্তমান সরকার তোমাদের লেখা পড়ার পাশাপশি দুপুরের খাবার ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে চিন্তা ভাবনা করছে। সরকারের লক্ষ্য দেশকে নিরক্ষর মুক্ত করা। তাই সকলকে নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে।
ঝিনুক বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থপনা কমিটির সভাপতি হাবিল হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার (সদর ক্লাস্টার) নাসির উদ্দিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি মাহাতাব উদ্দিন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সহ-সভাপতি নূরুল ইসলাম ও প্রধান শিক্ষক শেফালী খাতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সার্বিক সহযোগিতায় আড়াই শতাধিক শিক্ষার্থীদের দুপুরে খেচুড়ি ভাত ও ডিম খাওয়ানোর মধ্যে দিয়ে প্রথম বারের মতো বিদ্যালয়ে মিড ডে চালু করা হয়।