স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আমির হোসেন (৬০) নামের এক ডায়রিয়া আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেনের মৃত্যু হয়েছে। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার নতিপোতা ইউনিয়নের ছুটিপুর পুর্বপাড়ার মৃত করিম বখসের ছেলে। পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে আমির হোসেন ডায়রিয়ায় আক্রান্ত হলে প্রথমে তাকে দামুড়হুদার চিৎলা হাসপাতালে ভর্তি করা হয়। দিনভর চিকিৎসার পর আমির হোসেনের শারিরীক অবস্থার পরিবর্তন না হলে গতকাল বিকেলেই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়। বেলা সাড়ে ৫টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।