স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আমিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে নাসির উদ্দিন (৫৫) নামের একজনকে পিটিয়ে জখম করা হয়েছে। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের টেংরামারি খেজুরতলা গ্রামের মৃত গাজিবার মণ্ডলের ছেলে। আহত নাসির উদ্দিন বলেন, তার শ্বশুর মৃত আমির আলীর মাঠের আবাদী জমি নিয়ে তার স্ত্রী চায়না খাতুনের ভাই আমিরপুরের মৃত সিরাজুল ইসলামের ছেলে আকাশের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিলো। গতকাল বেলা সাড়ে ৪টার দিকে নাসির উদ্দিন নীলমনিগঞ্জ বাজারে যাচ্ছিলেন বাজার করতে। পথিমধ্যে আমিরপুর রেলগেটের অদূরে পৌঁছুলে আকাশ রড দিয়ে নাসির উদ্দিনকে পেটাতে থাকে। স্হানীয়রা এসে নাসির উদ্দিনকে উদ্ধার করেন। খবর পেয়ে নাসির উদ্দিনের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসে। নাসির উদ্দিনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনার পর উভয় পরিবারের মধ্যে উত্তজনা বিরাজ করছে।