আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ৪৮ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল সোমবার মহানামযজ্ঞানুষ্ঠানের শেষদিন সন্ধ্যায় তিনি আলমডাঙ্গা রথতলার হরিবাসর আঙিনায় উপস্থিত হন।
সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান, মহানামযজ্ঞানুষ্ঠানের সভাপতি বিশিষ্ট শিল্পপতি গিরিধারী লাল মোদী, চুয়াডাঙ্গা জেলা এনডিসি সুচিত্র রঞ্জন দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার, ফকরুল ইসলাম, সাব্বির আহমেদ, ইফফাত আরা জামান ঊর্মি, আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আলহাজ মীর মহি উদ্দিন, আলমডাঙ্গা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের চুয়াডাঙ্গা জেলা সভাপতি সুনীল কুমার অধিকারী, বিজয় কুমার মোদী, সুশীল কুমার ভৌতিকা, অঙ্কার কুমার মোদী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গনেশ লাল মোদী, বিদ্যুত কুমার সাহা, অপূর্ব কুমার সাহা, বিশ্বজিত কুমার সাধু খাঁ, জয় কুমার, পলাশ আচার্য্য প্রমুখ। এ সময় জেলা প্রশাসক হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে শুভেচ্ছা ও কুশলাদী বিনিময় করেন।