রহমান মুকুল: আলমডাঙ্গায় ব্যাপক উৎসাহ ও জমকালো আয়োজনে প্রতি বছরের মতো এ বছরও দেশের বৃহত্তম পুণ্যস্নান নগ্ন পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে আলমডাঙ্গা সত্য নারায়ণ মন্দির প্রাঙ্গণ থেকে ২৭ তম এ পুণ্যস্নান নগ্ন পদযাত্রা আনুষ্ঠানিকভাবে আরম্ভ হয়। জেলা হিন্দু-বৌদ্ধ-ঐক্য পরিষদের সহসভাপতি সুনীল কুমার অধিকারী, উপজেলা পূজা কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, সম্পাদক নিমাই রায়, রাজ কুমার রামেকা, সমীর কুমার দে, অশোক সাহা, পরিমল কুমার কালু ঘোষ, বিদ্যুত কুমার সাহা, হিন্দু যুব সম্প্রদায়ের আহ্বায়ক বিশ্বজিৎ সাধু খাঁ, যুগ্ম আহ্বায়ক পলাশ আচার্য্য, অপূর্ব কুমার সাহা, তপন পাল, মিলন দাস, মদন সাহা, পবন, সোহাগ প্রমুখ র্যালির নেতৃত্ব দেন। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫ হাজার পুণ্যার্থী ওই র্যালিতে অংশগ্রহণ করেন। হিন্দু যুব সম্প্রদায়ের নেতা কতিপয় মাইকে স্লোগানে স্লোগানে শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। পুণ্যার্থীদের হাতে বেলপাতা-জবা ফুলচর্চিত অর্ঘ্যঘট নিয়ে আবাল বৃদ্ধবনিতা সকলেই নামে নগ্ন পদযাত্রায়। তাদের সকলের হাতে অর্ঘ্যচর্চিত ঘট আর মুখে বোম বোম ভোলা ভোলা শ্লোগান। এমন নয়ন ভোলানো দৃশ্য দেখতে শহরের ভিন্ন ধর্মের বহু মানুষ উদগ্রীব থাকেন। রাস্তার দু ধারে দাঁড়িয়ে তারা এমন মনোহরণ দৃশ্য অবলোকন করেন। অনেকে পুণ্যস্নান দেখতে কালী মন্দিরের সন্নিকটে কুমার নদে ছুটে যান। কুমার নদের পাড়েও এ সময় রীতিমত ভিড় জমে যায়। সত্য নারায়ণ মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে হাজার হাজার নারী-পুরুষের নগ্ন পদযাত্রাটি শহরের কালী মন্দিরের সন্নিকটে কুমার নদে পুণ্যস্নান সম্পন্ন করেন। এ সময় অর্ঘ্যচর্চিত ঘট ভরে পানি নিয়ে চলেন নিকটবর্তী কালী মন্দিরে। মন্দিরে অবস্থিত শীব ঠাকুরের মাথায় অর্ঘ্যঘটের পানি ঢালা হয়। এরপর পুণরায় নগ্ন পদযাত্রাটি সত্য নারায়ণ মন্দিরে ফিরে যায়। জানা যায় চট্টগ্রাম ও আলমডাঙ্গায় এ উৎসব সবচেয়ে বৃহত পরিসর ও জাকজমকপূর্ণ আয়োজনে উদযাপিত হয়ে আসছে।