হরিণাকুন্ডু প্রতিনিধি: গতকাল হরিণাকুন্ডুতে ৪৬তম বাংলাদেশ স্কুল-মাদরাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দিলারা রহমান, থানা অফিসার ইনচার্জ কেএম শওকত হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা খাতুন। এছাড়া অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুখ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত খেলায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসা অংশ গ্রহণ করে।