মহেশপুর প্রতিনিধি: গতকল রোববার সকালে মহেশপুরে ফলজ বৃক্ষমেলা ও জাতীয় স্কুল-মাদরাসা ক্রীড়া প্রতিয়োগিতার সমাপনী খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন এমপি নবী নেওয়াজ। মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা চত্বরে ফলজ বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের এমপি মো. নবী নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আবু তালহা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, আ.লীগ নেতা আব্দুল হক মাস্টার, এমদাদুল হক বুলু, হাশেম আলী পাঠান, আমিনুর রহমান প্রমুখ। আলোচনা শেষে ছাত্র-ছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ ও স্টল পরিদর্শন করেন এমপি নবী নেওয়াজ। এর আগে কৃষি অফিস থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে মহেশপুর হাইস্কুল মাঠে জাতীয় স্কুল-মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। খেলায় মহেশপুর হাই স্কুল ২-১ গোলে গুড়দাহ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।