দামুড়হুদায় জাতীয় স্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
বখতিয়ার হোসেন বকুল: দামুড়হুদায় ৪৬তম জাতীয় স্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন প্রতিযোগিতার সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে দামুড়হুদা স্টেডিয়ামে ছেলেদের খেলায় মদনা মাধ্যমিক বিদ্যালয় ২-১ গোলে নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া মেয়েদের খেলায় কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও খেলায়াড়দের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সালাউদ্দীন আহম্মেদ। খেলায় রেফারি ছিলেন সৈয়দ মাসুদুর রহমান খোকন, তিতুয়ার রহমান ও রাসেল।
খেলা শেষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম. নুরুন্নবী ও দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ইমতিয়াজ হোসেন। উপস্থিত ছিলেন দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূরজাহান খাতুন, দামুড়হুদা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতেমা, দামুড়হুদা ডিএস দাখিল মাদরাসার সহকরী সুপার জয়নাল আবেদীন, নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুল হকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক সাইদুর রহমান সন্টু। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের শামিম আহম্মেদ, উজ্জ্বল হোসেন ও রফিকুল আলম।