প্রথম ঢাকা মহানগরী ফুটবল লিগ টুর্নামেন্টের উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরী ফুটবল লীগ আয়োজিত কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম ঢাকা মহানগরী ফুটবল লিগ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশনস কে. এম.জি. কিবরিয়া, সাইফ পাওয়ার টেক লিমিটেডের উপব্যবস্থাপক ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন চৌধুরী, ঢাকা মহানগরী ফুটবল লিগের সভাপতি হারুন উর রশিদসহ টুর্নামেন্ট কমিটির সদস্য ও কর্মকর্তাবৃন্দ, প্রেস এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার অসংখ্য সদস্য উপস্থিত ছিলেন।উদ্বোধনী দিনে টাঙ্গাইল ফুটবলএকাডেমী বনাম আছাদুজ্জামন ফুটবলএকাডেমীর খেলাঅনুষ্ঠিতহয়।