মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেছেন, দেনা-পাওনা নিয়ে খেলোয়াড় এবং অস্ট্রেলিয়া ক্রিকেটের মধ্যকার তিক্ততা খেলাটির জন্য ভয়ঙ্কর এবং এমনকি সমস্যা সমাধান হলে পরবর্তীতে উভয়ের মধ্যে সম্পর্কের টানাপড়েন থাকতে পারে। কয়েক মাস চেষ্টা করার পরও খেলোয়াড় এবং ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) দেনা-পাওনা নিয়ে নতুন চুক্তি করতে ব্যর্থ হয়েছে। যে কারণে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় জুন মাসের পর থেকে ২৩০ ক্রিকেটার বেকার হয়ে পড়েছে। চলতি সপ্তাহের শুরুর প্রথম দিকেই রাজস্ব বিষয়ে কোন সমঝোতা না হলে সমস্যা সমাধানে তারা নালিশি আদালতের শরণাপন্ন হবে বলে গত সপ্তাহে ঘোষণা দিয়েছেন সিএ প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড।
ক্লাকের ভয় খেলোয়াড় এবং নির্বাহী সংস্থার (সিএ) মধ্যে একমত না হলে শেষ পর্যন্ত সমস্যার সমাধান হবে না। চ্যানেল নাইনকে ক্লার্ক বলেন, ‘সত্যি বলতে গেলে আমি মনে করছি এটা খেলাটির জন্য ভয়ঙ্কর। যা ঘটেছে তাতে ভবিষ্যতে সম্পর্কে প্রভাব পড়বে এবং ইতোমধ্যেই খেলোয়াড়ও ক্রিকেট অস্ট্রেলিয়া ক্ষতিগ্রস্থ হয়েছে তাতে কোন সন্দেহ নেই।’