হরিণাকুণ্ডুতে বিদ্যুতায়িত স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীর মৃত্যু

 

হরিণাকুণ্ডু প্রতিনিধি: হরিণাকুণ্ডুতে বিদ্যুতায়িত স্ত্রীকে রক্ষা করতে গিয়ে স্বামীর মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে ৪টার দিকে উপজেলার জোড়াদহ ইউনিয়নের ভেড়াখালী কলেজপাড়ার মুরাদ আলী মালিথার ছেলে সোহাগ (২৬) তার নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনার শিকার হন। সোহাগের স্ত্রী নিলুফা ইয়াসমিন (২২) বিকেলে জেআই তারে ভিজা কাপড় নাড়তে গেলে বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে পড়েন। এ ঘটনা অবলোকন করে স্বামী সোহাগ স্ত্রীকে বাঁচাতে ছুটে এসে তাকে ফেলে দিলেও নিজে তারে জড়িয়ে পড়েন। প্রতিবেশীরা চিৎকার শুনে এগিয়ে এসে স্বামী স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক স্বামী সোহাগকে মৃত ঘোষণা করেন। জোড়াদহ ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা পলাশ বিষয়টি নিশ্চিত করেন।