সালমান খানের সহ অভিনেতা ইন্দ্র কুমারের মৃত্যু

 

মাথাভাঙ্গা মনিটর: অকালে চলে গেলেন বলিউড তারকা ইন্দ্র কুমার। মাত্র তেতাল্লিশ বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনকে আলবিদা বললেন বলিউডের এই অভিনেতা। গত শুক্রবার রাত ২টার দিকে মুম্বাইয়ের আন্ধেরিতে নিজের বাসভবনেই আকস্মিক হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। ওয়ান্টেড ছবিতে শেষবারের মতো অভিনয় করেন এই বলিউড তারকা। এই ছবিতে বি-টাউনের দাবাং বয় সালমান খানের সাথে স্ক্রিন শেয়ার করেছেন ইন্দ্র কুমার। তবে এর আগেও কাহি পেয়ার না হো যায়ে ছবিতে সালমানে সাথে একই স্ক্রিনে দেখা গেছে তাকে। সেই ছবিতে অভিনয় করেছেন প্রাক্তণ বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনও। বলিউড ছাড়া বিভিন্ন ধারাবাহিকেও নজর কেড়েছিলেন ইন্দ্র কুমার। বিশেষত কিউকি  শ্বাশ ভি কভি  বহু থি, এই ধারাবাহিকে মিহির ভিরানির চরিত্রে গোটা ভারতের মন জয় করেছিলেন তিনি। ইন্দ্র কুমারের মতো একজন দক্ষ কুশীলবের এত অল্প বয়সেই চলে যাওয়াকে কিছুতেই মেনে নিতে পারছেন না তার বন্ধুরা।