মুজিবনগরে আন্তঃইউনিয়ন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে বাগোয়ান চ্যাম্পিয়ন

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মুজিবনগর গৌরিনগরমাঠে অনুষ্ঠিত আন্তঃইউনিয়ন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বাগোয়ান ইউনিয়ন মুজিবনগর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত খেলায় বাগোয়ান ইউনিয়ন ৩-১ গোলে মহাজনপুর ইউনিয়নকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের  মেহেদী, স্বপন ও বাহার ১টি করে করেন।

এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, মুজিবনগর থানা ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, শিক্ষা অফিসার গোলাম ফারুক, জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য শাহিন উদ্দীন খেলাটি উপভোগ করেন। খেলাটি পরিচালনা করেন জিনারুল ইসলাম।