ভাতা ভোগী ২৩ জনকে বাতিল : খ তালিকায় ১৪ জন অপেক্ষমান তালিকায়

আলমডাঙ্গায় মুক্তিযোদ্ধা যাচাইবাচাই : ৯৯ জন নতুন মুক্তিযোদ্ধার চূড়ান্ত তালিকা প্রকাশ

 

আলমডাঙ্গা ব্যুরো: যাচাই-বাছাইয়ে আলমডাঙ্গা উপজেলায় নতুন ৯৯ জন মুক্তিযোদ্ধা চূড়ান্ত করা হয়েছে। ভাতা ভোগী ২৩ জনকে বাতিল ও খ তালিকায় ১৪ জনকে অপেক্ষামানরত রাখা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি গত ১৭ জুলাই যাচাই বাছাই করে প্রতিবেদন সম্পন্ন করেন। গতকাল শনিবার সেই প্রতিবেদনে বাছাই পর্বে টিকে থাকা মুক্তিযোদ্ধাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়াও দীর্ঘদিন ধরে ভাতাভোগী ২৩ জন ভুয়া মুক্তিযোদ্ধাকে বিভিন্ন কারণ দেখিয়ে বাদ দেয়া হয়েছে।

জানা গেছে, সারাদেশে নতুন করে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম শুরু হলে আলমডাঙ্গা উপজেলায় অনলাইনে প্রায় ১ হাজার দরখাস্ত করা হয়। এদের যাচাই-বাছাইয়ের মাধ্যমে ক তালিকায় ৯৯ জনকে চূড়ান্ত করা হয়। এছাড়াও খ তালিকা ১৪ জনকে বাছাই করা হয়। খ তালিকাভুক্তরা পুনরায় আপিল করার সুযোগ পাবেন। অনলাইনের ৯৯ জন চূড়ান্ত মুক্তিযোদ্ধার নামের তালিকা হলো কাজী জয়নাল আবেদীন, লিয়াকত আলী, আব্দুল খালেক, মোজাদ্দেদ হোসেন, রবজেল আলী, পিসি আকবর আলী, হায়দার আলী, মাহাবুর রহমান (মকছেদ), এসকে আব্দুল আজিজ, শামছুদ্দিন আহমেদ, রবিউল হক, গোলাম মোস্তফা, সৈয়দ সামসুল হক, আব্দুল লতিফ, সাইদুর রহমান, রবিউল হক, শরীফুল ইসলাম, বাকী বিল্লাহ্, আব্দুল কুদ্দুস, আরতী রানী দত্ত, ওয়াজেদ আলী, শেখ সিরাজুল ইসলাম, মাহবুব আলম, আব্দুল হামিদ, আইনাল হক, জালাল ফারাজী, মসলেম আলী, মৃত হবিবর রহমান, মোশাররফ হোসেন, মীর মনিরুজ্জামান, কাতব আলী, মোল্লাহ আবুল কালাম আজাদ, আলী আজগর, আ. খালেক আলী, খোন্দকার শাহ আলম মন্টু, খন্দকার জাহাঙ্গীর নূরী, মৃত আশরাফ আলী, আমিরুল ইসলাম, মৃত আঃ ওহাব আলী, মৃত আজিজার রহমান, মৃত রহিম বক্স, ছকির উদ্দিন মৃধা, ইছাহক আলী, শহীদুল্লাহ,  লিয়াকত আলী, আঃ লতিফ, আব্দুস সাত্তার, জালাল উদ্দিন, মোজাম্মেল হক, একিএম আলফাজ উদ্দিন, আজিজুল হক, শফি উদ্দিন, হবিবর রহমান, ছানোয়ার হোসেন, মহাসিন আলী, হাফিজুর রহমান, আব্দুল বারি, আব্দার আলী, মসলেম মল্লিক, দাউদ নবী, ইকরামুল হক, বিল্লাল হোসেন কালু, আকরাম হোসেন, আবু তাহের, আতাউর রহমান, শহিদুল আলম, মৃত আহসানুল হক পলু, জয়নাল আবেদীন, মাজেদ আলী, আব্দুল খালেক, আজিজুর রহমান, মৃত আজিজুল হক, মৃদ আব্দুল কুদ্দুস বিশ্বাস, মুনছুর আলী, রওশন আলম, আব্দুল জলিল, মনছের আলী, তাহাজ উদ্দিন, আলাউদ্দিন, ফরিদ উদ্দিন, শহিদ হামিদার রহমান, শেখ শহিদুল্লাহ, শফি উদ্দিন, গহর আলী, রেজাউল করিম জোয়ার্দ্দার, মৃত নুরুল হোসেন, গোলজার হোসেন, আনারুল ইসলাম, মৃগেন্দ্র নাথ সাহা, নৃপেন্দ্র নাথ সাহা, শ্রী নীল মণি দাস, স্বপন কুমার সাহা, মৃত মুকছার আলী, শামসুল হুদা, আলী হোসেন, মৃত খোদা নেওয়াজ জোয়ার্দ্দার, মৃত আব্দুল মজিদ,আশরাফুল হক, আব্দুল আজিজ বিশ্বাস। এছাড়াও এক তালিকা যাচাই বাছাইতে সর্বমোট ২৩০ জন মুক্তিযোদ্ধা।

এছাড়াও খ তালিকায় ১৪ জনের নামের তালিকা হলো- মীর মহিউদ্দিন, শহিদ মইজুদ্দীন বিশ্বাস, ডাক্তার আবু মোহাম্মদ জহুরুল ইসলাম, মৃত হাবিবুর রহমান, আব্দুস সামাদ শেখ, আবু তাহের, আয়ুব আলী, মৃত আবুল জোয়ার্দ্দার, মৃত মাহাতাব উদ্দিন, আব্দুল কাদের, আব্দুস সাত্তার, নজরুল হুদা, জালাল উদ্দিন, কোরবান আলী।