মাথাভাঙ্গা মনিটর: বার্সেলোনা ছেড়ে নেইমার পিএসজিতে যাবেন কিনা, সেই প্রশ্নের উত্তর মেলেনি। তাই বলে গুঞ্জন থেমে নেই। ডালপালা ছড়াচ্ছে গুজব। এবার শোনা যাচ্ছে, যদি নেইমার পিএসজিতে পাড়ি জমান, তাহলে তার রিপ্লেসমেন্ট হিসেবে বার্সা পিএসজির উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়াকে উড়িয়ে আনবে। নেইমারের শূন্যস্থান পূরণে বার্সার সংক্ষিপ্ত তালিকায় আরও রয়েছেন পাওলো দিবালা এবং ফিলিপ্পে কুতিনহোও। কিন্তু ডি মারিয়ার নাম উঠে এসেছে সবচেয়ে জোরালোভাবে। দেখা যাক, কোথাকার পানি কোথায় গড়ায়।
এদিকে মোনাকো তাদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের দাম ঠিক করে দিয়েছে। ১৮০ মিলিয়ন ইউরো তার ট্রান্সফার ফি। টিনএজ ফরোয়ার্ড এমবাপ্পের প্রতি প্রচণ্ড আগ্রহী ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। এখন এই দামে যে কোনো ক্লাব তাকে কিনতে পারে।