দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা প্রেসক্লাবের বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় দামুড়হুদা বাসস্ট্যান্ডস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান হবির সভাপতিত্বে অনুষ্ঠিতসভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি হাফিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক এম. নুরুন্নবী, যুগ্মসম্পাদক শামসুজ্জোহা পলাশ, কোষাধ্যক্ষ মোজাম্মেল শিশির, সিনিয়র সাংবাদিক আব্দুস ছালাম, বখতিয়ার হোসেন বকুল, জাহিদুর রহমান মুকুল, এসএম সুজন, ফয়সাল বীন তানজিল, মিরাজুল ইসলাম মিরাজ, মাহবুবুর রহমান মনি, মেহেদি হাসান মিলন, সালাউদ্দীন, আতিয়ার রহমান ও শরীফ উদ্দীন। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৪ আগস্ট বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নুতনভাবে কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে ভোটগ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়।