ঝিনাইদহে রেলপথ সংযোগ হতে হবে

ঝিনাইদহ জেলা সমিতি ঢাকা রিপোর্টার্স ইউনিটে সংবাদ সম্মেলনে দাবি

 

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ জেলাবাসীর প্রাণের দাবি ঝিনাইদহ জেলা সদরে রেলপথ সংযোগ হতে হবে। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলবেন এবং প্রধানমন্ত্রী ঝিনাইদহবাসীর প্রাণের এ দাবি রাখবেন বলেও আশাবাদ করেন প্রভাবশালী এই সাবেক কূটনীতিক। ঝিনাইদহ জেলা সমিতি ঢাকা কর্তৃক শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত ঝিনাইদহ জেলা সদরে রেলপথ সংযোগ চাই শিরোনামের এক সাংবাদিক সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। ওলিউর রহমান আরো বলেন, বর্তমান বিশ্ব কানেকটিভিটির বিশ্ব। এই কানেকটিভিটর প্রধান উপাদান যোগাযোগ ব্যবস্থা। বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থাকে সারাদেশে ছড়িয়ে দিতে বদ্ধ পরিকর। বিশেষ করে রেলপথ যোগাযোগ সম্প্রসারণের জন্য প্রধানমন্ত্রী বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকেন। কাজেই ঝিনাইদহবাসীর দাবি যৌক্তিক। তিনি বলেন, শুধু রেলপথ নয়, ঝিনাইদহের উন্নয়নে আরো কি কি করা প্রয়োজন সে বিষয়ে আপনার একটা মাস্টার প্লান করেন। সেসকল বিষয় নিয়ে ঝিনাইদহের যে সকল কৃতীসন্তান জাতীয় পর্যায়ে রয়েছে তাদের সাথে নিয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওলিউর রহমান, শ্যামল কান্তি ঘোষ, ড. গোলাম মোস্তফা, ড. আনোয়ারুল ইসলাম মন্টু, কাজী আব্দুল হান্নান, এমএ লতিফ শাহরিয়ার জাহেদী, এমএ মজিদ, মেহেদী হাসান পলাশ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন  মিজানুর রহমান মিজু ও ওয়াহিদুজ্জামান খান ফরহাদ।