বেগমপুর প্রতিনিধি: ৪৬তম জাতীয় গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলায় পূর্বজোন এলাকায় চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে বিকেলে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়মাঠে সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় সেমিফাইনালে হিজলগাড়ি ও সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। এ খেলায় হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয় ৩-১ গোলে জয়লাভ করে। বিকেল ৪টায় ফাইনালে হিজলগাড়ি ও আলীয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। বিচ্ছিন্ন ঘটনায় খেলা দফায় দফায় বিঘ্নিত হওয়ায় খেলাটি শেষ পর্যন্ত টাইব্রেকারে পৌঁছায়। টাইব্রেকারে হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয় ৫-৩ গোলে জয়লাভ করে। পূর্বজোনের খেলায় ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। আগামী ৩১ জুলাই চুয়াডাঙ্গা স্টেডিয়ামে পশ্চিম জোন ও পূর্ব জোনের চ্যাম্পিয়ন দল মুখোমুখি হবে। খেলাগুলো পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক খাইরুল ইসলাম, হোসেন আলী ও সোয়েব আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইজম মিন্টু, সদস্য মিল্টন, শিক্ষক আনোয়ার হোসেন স্বপন, নজরুল ইসলাম, আলী হোসেন, আবুল হোসেন, আব্দুল কুদ্দুস, বকতিয়ার হোসেন প্রমুখ।