আলমডাঙ্গার তালুককররা থেকে মেলা দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার তালুককররা থেকে মেলা দেখে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আলমসাধু চালকের করুণ মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪ আরোহী। গত পরশু ভোররাতে এই ঘটনা ঘটে। চালক হান্টুকে সঙ্গীরা দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। ভোর রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। গ্রাম জুড়ে চলছে শোকের মাতম।
জানা গেছে, আলমডাঙ্গার মুন্সিগঞ্জের রোয়াকুলি গ্রামের আয়ুব আলী পিনুর ছেলে আলমসাধুচালক ওয়াসুর রহমান হান্টু (২৮) নিজের আলমসাধু করে ১০-১২ আরোহী নিয়ে খাসকররা তালুককররা গ্রামের মেলা দেখতে যান। মেলা থেকে ফেরার পথে ভোর সাড়ে ৩টার তালুককররা গ্রামের মাঠের মধ্যে আলমসাধু বোঝায় আরোহী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলে রোয়াকুলি গ্রামের ইমদাদুল, ওলিউর, স্বাপন রসিদ ও চালক হান্টু মারাত্বক আহত হন। তাদের উদ্বার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হান্টু মারা যান। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।