স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বিস্কুট ফ্যাক্টরির এক কর্মচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের অদূরেই এ ঘটনা ঘটে। নিহত আলো মিয়া চুয়াডাঙ্গা রেলপাড়ার টেংরা ম-লের ছেলে। তিনি স্থানীয় অভিফুড বিস্কুট ফ্যাক্টরির কর্মচারী ছিলেন। তবে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে আলো মিয়া ট্রেনে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশ ও এলাকাসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১টার দিকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছুনোর আগ মুহূর্তে রেলপাড়া নামক স্থানে আলো মিয়া (৪০) ট্রেনে কাটা পড়েন। তবে তার পরিবারের লোকজন বলেছেন, আলো মিয়া বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। পরে তার মৃত্যুর খবর আসে। এলাকার এক নারী প্রথমে তাদের বাড়িত এ খবর দেয়। চুয়াডাঙ্গা রেলপাড়া থেকে আধা কিলোমিটর দূরে পাঁচফোকট নামক স্থানে লাইনের ওপর ধর মাথা বিচ্ছিন্ন আলো মিয়ার লাশ পাওয়া যায়। আলো মিয়ার ছেলে আসাদ জানায়, বেশ কিছুদিন ধরে তার পিতা মানসিক রোগে ভুগছিলেন। মাঝে মাঝেই তিনি আত্মহত্যার কথা বলতেন। তারেদ ধারণা ট্রেন আসার সময় তিনি চলন্ত ট্রেনে মাথা দেন। ঘটনাস্থল থেকে বেলা ৩টার দিকে রেলওয়ে চুয়াডাঙ্গা ফাঁড়ি পুলিশ তার লাশ উদ্ধার করেন।