পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গার নবীননগরে পরিবহনের ধাক্কায় পাখিভ্যান চালকের মৃত্যু হয়েছে। গতরাত সাড়ে ১১টার দিকে গোলজার মাস্টারের চাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরে কুতুবপুর ইউনিয়নে বোয়ালিয়া পূর্বপাড়ার হাসেম আলীর ছেলে পাখিভ্যান চালক আয়নাল (৩৫) গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সরোজগঞ্জ বাজার থেকে যাত্রী নিয়ে ৮ মাইল নবীননগরে যাত্রী নামিয়ে ফেরার পথে গোলজার মাস্টারের চাতালের সামনে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ঘটনাস্থলে মারা যান। পরে আয়নালেন পরিবারের লোকজন আয়নালের মৃত লাশ উদ্ধার নিজ গ্রামে নেয়। তবে অনেকের ধারণা ওই সময় রাস্তা ছিলো ফাঁকা। কোনো লোকজন ছিলো না। তাই রাস্তায় কিসের সাথে দুর্ঘটনা ঘটেছে সেটা কেউ বলতে পারছেন না।