মাথাভাঙ্গা মনিটর: লটারি জিতে বাড়ি-গাড়ির মালিক হবার গল্প শোনা যায়। বাস্তবে ক’জনেরই বা জোটে এমন ভাগ্য। তবে লটারি জেতার স্বপ্ন থাকে কম-বেশি সবার মনে। এবার এক সপ্তাহের ব্যবধানে দুই দুইটি লটারি জিতে এমন স্বপ্নকে হাতের মুঠোয় নিয়ে এসেছেন যুক্তরাষ্ট্রে ১৯ বছরের তরুণী রোজা ডোমিনিগুয়েজ। খবরে বলা হয়েছে, গত সপ্তাহে একটি পেট্রলপাম্প থেকে পাঁচ ডলার দিয়ে লটারির একটি টিকেট কেনেন রোজা।
ফলাফলে দেখা গেল, প্রথম পুরস্কার জিতেছে রোজা। এর মূল্যমান ৫ লাখ ৫৫ হাজার ৫৫৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৪৪ লাখ ৪৪ হাজার টাকা। এ লটারি জেতার পর রোজার উৎসাহ বেড়ে যায়। রোজা ওই সপ্তাহেই পাঁচ ডলার দিয়ে আরেকটি লটারি কেনেন। এবারও লটারি জেতেন তিনি। পুরস্কার হিসেবে পান এক লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৮০ লাখ টাকা।
এক সপ্তাহের মধ্যে দুবার লটারি জিতে রোজার ভাণ্ডারে জমা হয়েছে পাঁচ কোটিরও বেশি টাকা। হঠাত করে লটারিতে এতো টাকা পেয়ে উচ্ছ্বসিত রোজা বলেন, খুব নার্ভাস লাগছিলো। কান্না পাচ্ছিলো। এতো অর্থ দিয়ে কী করবেন জানতে চাইলে রোজা বলেন, আপাতত একটা গাড়ি কিনতে চাই। আর অনেক কেনাকাটা করতে চাই।