মেহেরপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ। ‘লাগাও গাছ বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ’ এই প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজের চারপাশে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কুদরত-ই খোদা রুবেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক সারফরাজ হোসেন মৃদুল, জেলা ছাত্রলীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমান ও জুনায়েদ ইমতিয়াজ জুলফিক্কার, সাংগঠনিক সম্পাদক জাব্বার আলী, দফতর সম্পাদক সাজিদুর রহমান সেতু, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজন আলী মালিথা, মুজিবনগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ সাদি ও সাধারণ সম্পাদক তুষার ইমরান, কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি তারিকুল ইসলাম লিখন, যুগ্মসম্পাদক ফয়সাল খান, ছাত্রলীগ নেতা শোভন, ছাত্রলীগ নেত্রী সোনিয়া, সুমাইয়া, লাবনী, রুকমি, তন্নি, পলি, রুবিনাসহ সরকারি কলেজের ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। এবারে ২ হাজারেরও বেশী বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করবে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।