দর্শনা অফিস: দর্শনা রামনগর সরদারপাড়া মন্দির থেকে পুরোনো শিলা পাথর চুরির ঘটনা ঘটেছে। সরদারপাড়ার আদিবাসীদের কাছ থেকে জানা গেছে, ওই মন্দিরে আদিবাসীরা বহু আগে থেকে শিবপূজা করে আসছিলো। এক সময় পাথর দুটি বাইরে রাখা হলেও সম্প্রতি মন্দিরের ভেতরে রাখা হয়। গতপরশু মঙ্গলবার রাতে চোরেরা মন্দির থেকে পাথর দুটি চুরি করে পালিয়েছে। এ খবর শুনে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আ. মোমেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গায়েন গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ চুরিকৃত পাথর উদ্ধারে মাঠে নেমেছে। এ ঘটনায় আদিবাসীদের পক্ষ থেকে দামুড়হুদা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।