মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরে জেলা প্রশাসনের উদ্যোগে মুজিবনগর কমপ্লে¬ক্স মাঠে আন্তঃইউনিয়ন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত খেলায় বাগোয়ান ইউনিয়ন ১-০ গোলে মোনাখালী ইউনিয়নকে পরাজিত করে।
ওই উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ। রেফারির দায়িত্ব পালন করেন আয়শানগর দাখিল মাদরাসার ক্রিড়াশিক্ষক জিনারুল ইসলাম।