ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজে গতকাল সোমবার উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় ও বৈডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে আন্তঃনগর ফুটবল প্রতিযোগিতায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলযোগ শুরু হলে তা এখন রূপ নিয়েছে আঞ্চলিকভাবে। বৈডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের হেডমাস্টার শাহনুর আলম জানান, তার দু ছাত্র সোহেল ও ইমন হাসপাতালে ভর্তি রয়েছে। বৈডাঙ্গা বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে। ডাকবাংলা পুলিশ ক্যাম্প ইনচার্চ আবুল কাশেম জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে আমরা দ্রুত ঘটনাস্থানে গিয়ে নিয়ন্ত্রণে আনলে এখন দু পক্ষ স্বাভাবিক আছে।