হাটবোয়ালিয়া প্রতিনিধি: রাইচকুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটেছে আলমডাঙ্গার কেশবপুর গ্রামের কাবাতুন নেছা নামের এক বৃদ্ধার।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামের মৃত জাকের আলীর স্ত্রী কাবাতুন নেছা (৭০) গতকাল ২৩ জুলাই বিকেলে রাইচকুকারে ভাত রান্না করছিলেন। এ সময় রাইচকুকার বিদ্যুতায়িত হলেও তিনি টের পাননি। রাইচকুকারের ভেতর চামচ দিয়ে নাড়াচাড়ার সময় তিনি বিদ্যুতস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তিনি মারা যান। জানাজা শেষে গতকাল বাদ এশা গ্রামের গোরস্তানে তার লাশ দাফন সম্পন্ন হয়েছে। মরহুমার একমাত্র ছেলে প্রবাসী। ৪ মেয়ের মধ্যে জীবিত দুজনই বিবাহীত।