আলমডাঙ্গা ব্যুরো: এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিষপানে আত্মহত্যা করেছে আলমডাঙ্গা ডিগ্রি কলেজছাত্রী টার্মিনালপাড়ার শারমিন আক্তার। জানা গেছে, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তেঘোরিয়া গ্রামের সাঈদ ড্রাইভার দীর্ঘ কয়েক বছর ধরে আলমডাঙ্গার টার্মিনালপাড়ায় অবস্থিত শরিফ ডাক্তারের বাড়িতে সপরিবারে ভাড়ায় বসবাস করে আসছেন। তার মেয়ে শারমিন আক্তার আলমডাঙ্গা ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। গতকাল পরীক্ষার ফল প্রকাশ হলে দেখা যায় শারমিন আক্তার অকৃতকার্য হয়েছে। রেজাল্ট জানার পর থেকে সে ঘরেই অবস্থান করছিলো। বিকেলে তার মা বাড়ি থেকে বের হয়। এই সুযোগে সন্ধ্যার আগে শারমিন আক্তার বিষপান করে। এ ঘটনার পরপর শারমিন আক্তারের মা বাড়ি ফিরে মেয়ের মুমূষু অবস্থা দেখতে পায়। প্রতিবেশিদের সহযোগিতায় সন্ধ্যায় হারদী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।