স্টাফ রিপোর্টার: চোট সারিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন রুবেল হোসেন। এই সুখবর হারিয়ে গেল মাহমুদউল্লাহর চোটে। গতকাল জিমে অনুশীলন করতে গিয়ে কোমরে চোট পেয়েছেন এই ব্যাটসম্যান। পেশিতে টান ধরেছে বলে জানা গেছে। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য মাহমুদউল্লাহকে নেয়া হয়েছে ঢাকার অ্যাপোলো হাসপাতালে। সেই পরীক্ষাগুলোর প্রতিবেদন হাতে এলে চোটের ধরন সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তখন বোঝা যাবে, কত দিন বিশ্রামে থাকতে হবে তাকে।